Do you want to build career in blogging???


Blogging ??

make money with Blogger?

 আজকের বিষয় Blogging বন্ধুরা কেমন আছেন আসা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে Blogging  আলোচনা করবো , তো চলুন শুরু করি ব্লগিং কী সেটা আমরা কমবেশী সবাই কমবেশী সবাই জানি


  • Blogging কী ??

ব্লগিং হলো একটা নিদিষ্ট বিষয় অথবা একাধীক বিষয় নিয়ে বিষয় নিয়ে লিখা লিখি করা আপনি একটা বিষয় খুব ভালো জানেন, এখন আপনি ছাচ্চেন সেটা নিয়ে লিখা-লিখি করতে আর সেটাই হচ্ছে ব্লগিং ব্লগিং এর মাধ্যমে আপনি আপনার লিখাকে ইন্টানেটের মাধ্যমে বিভিন্ন ব্লগ সাইটে অথবা ফেইসবুকের মাধ্যমে মানুষের কাছে পৌছে দিতে পারবেন খুব সহজে

  • Blogging কেন করবেন ??

আপনি ব্লগিং কেন করবেন বা ব্লগিং করে আপনার কী লাভ? ব্লগিং কেন করবেন সেটা জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে ব্লগিং সুবিধাসমূহ প্রত্যেক মানুষই চায় সে যে কাজটা করবে সেটা যাতে তার কোনো না কোনো কাজে আসে এখন ব্লগিং এর কাজ কী ? আপননি সাধারনত ফেইসবুক কিছু নিয়ে যদি লেখা-লিখি করেন তবে সেখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না কিন্তু আপনি ব্লগিং এর মাধ্যমে ইনকার করতে পারবেন। ব্লগিং আপনি অনেকভাবে কাজ  করতে পারেন যেমন :

  • বিজনেস রিলেটেড ব্লগিং
  • কনটেন্ট রিলেটেড ব্লগিং  ইত্যাদি

বিজনেস রিলেটেড ব্লগিং ঃ ধরুন আপনার একটি কাপড়ের দোকান আছে এবং আপনার দোকানে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় যেমন : ছেলেদের শাট, প্যান্ট, টি-শাট, ছোট বাচ্ছাদের  পোশাক, মহিলাদের জামা কাপড  অথব কসমেটিক্স ইত্যাদি। এখন আপনি আপনার বিজনেস কে বৃদ্বি চান, এবং আপনার  কাচে যে প্রোডাক্ট আছে ইন্টারনেটের মাধ্যমে তা মানুষকে জানাতে চান , তাহলে আপনাকে কী করতে হবে

জন্য আপনার একটা ওয়েব সাইট থাকতে হবে বা একটা ব্লগ সাইট অথবা একটি ফেইজবুক বিজনেজ ফেজ থাকতে হবে মেথডগুলো ব্যবহার করে অপনি আপনার বিজনেস কে বৃদ্বি করতে পারেন আপনি আপনার বিজনেস রিলেটেড নিস গুলো ওয়েব সাইটের মাধ্যমে ছড়িয়ে দিতে পারবেন এতে করে কী হবে যে মানুষজন আপনার বিজনেস সম্পর্কে জানতে পারবে এবং তারা অনলাইনের মাধ্যমে আপনার   কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে এতে করে আপনার ব্যবসার প্রসার ঘটবে

 যদি আপনার কাছে বিজনেস প্রোডাক্ট না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই ,  আপনি সকল কোম্পানির সাথে বা বিজনেস পার্টনারদের সাথে Contract করে  তাদের প্রোডাক্টগুলো আপনার ওয়েব বা ব্লগ সাইটে Promote করতে পাবরেন এতে করে আপনি সকল কোম্পানির প্রডাক্ট Sell করবেন এবং কোম্পানি আপনাকে প্রতি প্রোডাক্টের Sell উপর একটা কমিশন দিবে আবার আপনার সাইটে Google Adsens মধ্যমেও Income Generate  করতে পারবেন

 

কনটেন্ট রিলেটেড ব্লগিং ঃ কনটেন্ট রিলেটেড ব্লগিং হলো সকল ব্লগ সাইট যেখানে আপনি আপনার পছন্দ মতো যে  কোনো বিষয় নিয়ে লিখতে পারেন এখন আপনি ডিসাইড করুন আপনি কোন বিষয় নিয়ে লিখবেন

 মনেকরেন আপনি বাংলা সাহিত্যে ভালো পারেন , কবিতা, উপন্যাস , সাইন্স-ফিকশন গল্পের বইয়ে আপনার ভালো জ্ঞান আছে তাহলে  আপনি স্মস্ত বিষয় নিয়ে ব্লগিং করতে পারেন এছাড়াও আরো অনেক বিষয় আছে যেমন : গণিত, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারন বিজ্ঞান , বায়োলজি, ফিজিক্স, কেমেস্ট্রি, অথবা টেকনোলজি, বিভিন্ন টিপস, ট্রিক ইত্যাদি বিষয় নিয়ে আপনি ব্লগিং শুরু করতে পারেন এক্ষেত্রে কোনো লিমিটেশন নাই আপনি যেটা খুশি সেটা নিয়ে লেখা-লিখি করতে পারবেন

 আপনার লিখা Content গুলো ব্লগ সাইটে পাবলিস  করবেন। এটাই হলো Content Related  ব্লগিং আপনার  নিশ রিলেটেড বিষয় নিয়ে লিখবেন এবং তা পাবলিস করবেন তখন মানুষজন গুগল থেকে ‍ Search করবে এবং আপনার ব্লগ সাইটে আসবে এভাবে মূলত আপনার সাইটে ট্রাফিক আসবে এছাড়াও আরো অনেক উপায়ে আপনার সাইটে ট্রাফিক জেনারেট করতে পারবেন ট্রাফিক বললে অনেকে বুঝে না , ট্রাফিক  হলো ভিজিটর যারা আপনার সাইটে ভিজিট করবে

ব্লগিং এর মাধ্যমে আয় ??

আপনি এখন চিন্তা করচেন লিখা-লেখি করে কী ভাবে আয় করা যায় একজন লেখন হয়তো বিভিন্ন বিষয় নিয়ে কবিতা , উপন্যাস, গান, গল্পের বই লিখে তা বিভিন্ন প্রকাশনির মধ্যমে পাবলিস করে এবং সেই বইগুলো বিক্রি করার মধ্যমে আয় করতে পারে   কিন্তু আপনাকে সেটা করতে হবে না অপনি আপনার পছন্দসই যে কোনো বিষয়ে কনটেন্ট  লিখে আপনার ব্লগ সাইটে পাবলিস করবেন আপনার পাবলিস করা কনটেন্ট যখন মানুষ  পড়বে এবং আপনার ব্লগ সাইটে ট্রাফিক আসতে শুরু করবে |

তখন Google আপনার  সাইটি পযবেক্ষন করবে এবং আপনাকে Inform করবে আপনি কী আপনার সাইটে Google এর Add Show করতে চান ? তখন আপনি Google Ad-Sense  জন্য Apply করবেন এবং Google Ad Sense Approve করবে এবং আপনার সাইটে বিভিন্ন কোম্পানির Add গুলো Show করবে এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন। তবে আপনার Blog site  এর Content Quality ভালো হতে হবে ব্লগ সাইট তৈরী করার পর আপনাকে নিয়মিত Blog site  Post করতে হবে  

সপ্তায়ে কমপক্ষে দুটি Post করতে হবে। আপনি যদি কারো Content Copy করেন , তাহলে আপনার সাইটে Google Ad Sense Approved হবে না একটা Post মধ্যে 70%  আপনার লিখা হতে হবে বাকিটা একটু Copy করতে পারেন , যদি আপনার প্রয়োজন হয় আমি আপনাকে recommend  করবো আপনি সম্পূর্ন্য Content নিজে লিখার চেষ্টা করবেন প্রথমে একটু কষ্ট হলেও পরবর্তীতে তা আপনার কাছে কঠিন মনে হবে না।

 

  • ক্যারিয়ার হিসাবে ব্লগিং ??

বতমানে অনেকে ব্লগিং কে ক্যারিয়ার হিসাবে নিয়েছে আপনার  কাছে ব্লগিংটা ছোট কোনো বিষয় মনে হতে পারে , যদিও তা মোটেও ছোট কোনো বিষয় না ব্লগিং করে মাসে  $1000 —$1500 ডলার ইনকাম করতে পারেন , তাও ঘরে বসে ব্লগিং একটি স্বাধীন পেশা হিসাবে আপনি নিতে পারেন ধরেন, আপনি একজন Student আপনি পড়াশুনার পাশাপশি ব্লগিং করে একটা ভালো ইনকাম করতে পারবেন আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে আপনার ব্লগ সাইটে Content লিখতে পারেন , অথবা Content Related  ভিডিও তৈরী করে আপনার ব্লগ সাইটে পাবলিস করতে পারেন  

একবার আপনার সাইটে Google Ad-Sense Approved হয়ে গেলে আপনি আপনার ব্লগ সাইট থেকে Royalties income generate  করতে পারবেন অথাৎ আপনি যখন আপনার সাইটে বিভিন্ন Content পাবলিস করবেন , তখন আপনার ইনকাম শুরু হয়ে যাবে আর সেটার জন্য একটু সময় লাগবে , তাই আপনাকে আপেক্ষা করতে হবে এবং নিয়মিত Content পাবলিস করে যেতে হবে কমপক্ষে ১৫ বা ১৮ টা Post দেয়ার পর আপনি Ad-Sense Apply করতে পারবেন জন্য আপনি যা লিখবেন তা অন্যকারো কাছ থেকে Copyright করা যাবে না

  • *** কীভাবে আপনি ব্লগ সাইট  তৈরী করবেন ??

আপনি যদি একদম ফ্রিতে Blog-site বানাতে চান তাহলে Blogger.com অথবা WordPress.com থেকে সম্পূন ফ্রিতে  একটা ব্লগ সাইট তৈরী করতে পারবেন আবার আপনি যদি ফ্রিতে না বানিয়ে Premium ডোমেইন হোস্টিং কিনে আপনার Blog-site  তৈরী করতে চান তাও পারবেন As your wish এর পর আপনার সাইটা কোনো ডেভেলপার দিয়ে ডেভেলপ করে নিবেন অথবা YouTube গিয়ে আপনি অনেক Video Resource পাবেন যেখানে আপনাকে খুব  সুন্দর করে কিভাবে Blog-site setup করতে হয় সেটা দেখিয়ে দিবে আপনি সে Video দেখেও আপনার সাইটি Setup করতে পারেন

***টিপস যখন আপনার  সাইট Blog-site হয়ে যাবে, তখন থেকে আপনি ব্লগ সাইটে Content লিখে Post করতে পারবেন এবং কীভাবে Blog-site Content লিখতে হয় তা ভালোভাবে জানার জন্য আপনার নিশ বা বিষয় রিলেটেড সাইটগুলো Google Search করবেন এবং তাদের কনটেন্টগুলো দেখবেন, সেগুলো Follow আপনি Content লিখবেন এতে আপনার কনটেন্ট এর কোয়ালিটি ভালো হবে

** আপনার ব্লগ সাইটে যে বিষয় নিয়ে কনটেন্ট লিখছেন সে গুলো রিলেটেড ছবি ভিডিও আপলোড করবেন এতে ভিজিটরের কাছ থেকে ভালো রেসপন্স পাওয়া যায়


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url