-
বাংলার ঋতু বৈচিত্র
বাংলাদেশ ষড়ঋতুর দেশ।এখানে ঋতু বইচিত্ত্র এক সময় এক রকম,ঋতু পরিক্রমায় এখন শীতকাল।
শীত আসলেই বাংলার আবহাওয়া পরিবতন হয়।বাংলার ঋতুকাল গ্রীষ্ম দিয়ে শুরু হয়। গ্রিস্মের তাপদাহ,কালবৈশাখী তাণ্ডব এবং নানা রকম ফলের সমারোহ শেষে মল বাজিয়ে রিমঝিম করে আসে বষা।বষা পরে আসে শরৎ। শরৎ এর পরে আসে হেমন্ত। হেমন্তের স্নিগ্ধতা আর প্রাচুয নিয়ে বাংলার প্রকৃতি অনুভব করতে থাকে এক সুখময় আমেজ,ঠিক তখনই ঊকি দেয় শীতকাল।এখন সেই শীতকাল,প্রকৃতি সেজেচে আপন সুন্দয্য নিয়ে। শীত শেষ হতে না হতে আসে বসন্ত।এভাবে বাংলার ঋতু চক্র চলে।শিতকাল কারো জন্য আনন্দের কারো জন্য কস্টের।তবুও বাঙালিরা তাদের জিবন কাটীয়ে দিচ্ছে সুন্দরভাবে।বাংলার আবহাওয়া বাঙালিকে ত্যাগী ও সংগ্রামী করে তুলেছে।
Please, do not enter any spam link in the comments box.