Graphics Design Guideline

Graphics Design Guideline
Graphic 

হ্যালো বন্ধু্রা কেমন আছেন সবাই ? আজকে আমি আপনাদের সাথে  Graphics Design সম্পকে কিছূ ধারনা দিবো Graphics Design কী এবং Graphics design শিখে আপনি কী করতে পারেন এক কথায় বলতে গেলে Graphics design হলো  ফটোগ্রাফি এবং চিত্রনাট্য ব্যবহার করে চাক্ষুষ যোগাযোগের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের পদ্বতি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য Graphics design ব্যবহার করা হয় Graphics design মাধ্যমে কোনো সমস্যার বাস্তব চিত্র তুলে ধরা হয় এবং সেটি খুব সহজে সমাধান করা যায়

ধরুন আপনি একটা “Project” তৈরী করবেন , এখন আপনার সে “Project”টা কেমন হবে  এতে কী কী থাকবে , কোথায় কোন জিনিস ব্যবহার করবেন সেটা দেখতে কেমন হবে সকল সমস্যা সমাধান করা হয় Graphics Design এর চাক্ষুষ চিত্র প্রদশনের মাধ্যমে বতমান সময়ে এমন জিনিস খুজে পাওয়া দায় যেটাতে Graphics ব্যবহার নেই। আমাদের দৈনন্দিন ব্যবহারিত প্রত্যেক জিনিসের মাঝে প্রত্যেক্ষ বা পরোক্ষ ভাবে Graphics ব্যবহার উল্লেখযোগ্য যেমন : টি-শাট, বোরখা, জামা , শপিং ব্যাগ , স্কুল ,কলেজ ব্যাগ, বিজনেস কাড ডিজাইন, বেনার ডিজাইন, লোগো ডিজাইন , টেম্পেট ডিজাইন, ওয়েব বেনার ডিজাইন , ইউজার ইন্টারফেস ডিজাইন সকল প্রকার “Product”  এর Design সহ ইত্যাদি ডিজাইন সমূহ Graphics  দিয়ে করা হয় বলা  চলে বতমান সময়ে সকল প্রকার ডিজাইন এর কাজ Graphics  এর মাধ্যমে করা হয় Graphics এর চাহিদা দিন দিনবূদ্বি পাচ্ছে Graphics এমন একটা Sectors  যেটার চাহিদা  কখনো   হ্রাস পাবে না  


Graphics Deisgn Guideline
Banner Design

*** Graphics Designers কে ?

আমারা প্রথমে জেনে নেই Graphics ডিজাইনার কে বা তার কাজ কী তার আগে বলি Graphics Design হলো আটৃ বা কল মাধ্যম ডিজাইনার তার কজের মাধ্যমে ব্যবহারকারীর মধ্য ভলো প্রভাব পেলতে পারে যেটি সেই ব্যাবহারকারীর  ব্রেইন একটি প্রভাব ভালো  পেলতে পারে তাই Graphics Designers  হলেন তিনি যে গ্রাহকদের চহিদা  অনুযায়ী বেশ কিছু কালার ,টাইপেস, ইমেজ,এবং অ্যানিমেশন ব্যবহারর মাধ্যমে তার চাহিদা পূরন করতে সক্ষম হন এটার আউটপুট ডিজিটাল বা প্রিন্ট উভয় হতে পারে বতমান সময়ে বিভিন্ন টুলস এবং লে-আউট ব্যবহারের মাধ্যমে Designers তার কাজকে আরো বেশী ক্রিয়েটিব গ্রাহকদের চাহিদা পূরণ করে বাড়তি তৃপ্তি দিতে পারছেন

*** Graphic Design শিখে আপানি কী করতে পারবেন ?

আমাদের মনে অনেক সময় প্রশ্ন যাগে Graphics design শিখে কী আমি ক্যারিয়ার গড়ে তুলতে পারবো ?Graphics  শিখে কীভাবে আয় করা যায় ইত্যাদি নানা ধরনের প্রশ্ন থাকে আজকে আমি সে সকল সমস্যার সমাধান দেয়ার চেস্টা করবো
 প্রথমে বলে রাখি Graphics Design  শিখে আপনি যেখানে চাকরি করতে পারবেন

v  Interactive media : একজন Graphics-designers তার কাজের সঠিক মূল্যায়ন ভাগ্যকে পরিবতন করার যে ক্ষেত্রটি পান সেটি হলো ইন্টাররেক্টিভ মিডিয়া এখানে বিষেশত Text, Graphic, Video, Animation, Audio সহ যে কোনো কিছূ এবং সম্পকিত সকল কাজ করা হয়

v  Promotional Display : সাধারণত যারা বড় ধরনের কাজ করতে চান বা কঠোর পরিশ্রম করতে পারবেন তাদের জন্য একটি ভালো মাধ্যম কাজ গুলো মূলত বিভিন্ন এড মিড়িয়া গুলোতে পাওয়া যায় এখানে একজন Graphics Designers কে বিভিন্ন ধরনের বিলবোড ডিজাইন এবং একই ধরনের প্রোমোশনাল ডিসপ্লে নিয়ে কাজ করতে হয়

v  Journal : বিভিন্ন ধরনের Journal গুলো Graphics কে গুরুত্ব দিয়ে থাকেন এখানে সাধারণত পাঠকে আকৃষ্ট করার কাজ গুলো করতে হয়   এখাসে ছোট খাটো লোগো ডিজাইন সহ একটি ফুল কাভার ডিজাইন করতে হয়

v  Corporate Reporters : এটি রেগুলার জব না হলেও কম নয় একজনGraphics Designers বিভিন্ন কোম্পানির কপোরেট রিপোট তৈরী করে একটা ভালোমানের আয় করতে পারে

v  Marketing : এটি অনেকটা প্রোমোশনাল ডিসপ্লে কজের মতো এখানে আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠানের পূন্যে সেবার ডিজান নিয়ে কাজ করতে  হবে একজন Graphics Designers  ছাড়া যেহেতু এটা সম্ভব নয়, তাই এখানেও আপনার কজের ক্ষেত্রটি হতে পারে

v  Newspaper : Graphics Designer ডিজাইনার ছাড়া সংবাদপত্র মোটেই সম্ভব নয় একজন Graphics Designers সংবাদপত্রকে সংবাদ পত্রের মতো করে তুলা হলো Designers এর কাজ এক্ষেত্রে Graphics এর ভূমিকা অপরিহায সেক্টরে আপনার কজের সুযোগ আছে

v  Logo Design : একজন Graphics Designers জন্য সবচেয়ে জনপ্রিয় কাজ হলো লোগো ডিজাইন এক্ষেত্রে একজন ফ্রিলেন্সার হিসাবে আপনার কাজ করার সুবিধা আছে একজন ক্রিয়েটিভ লোগো ডিজইনার হিসাবে অপনি ফ্রিলেন্সিং শুরু করতে পারেন  

v  Web-site Design : Graphics Designers  জন্য আরেকটি গুরুত্বপূন্য সেক্টর হলো ওয়েব-ডিজাইন বতমানে লোকাল মাকেট  এবং অনলাইন মাকেটপ্লেসগুলোতে ওয়েব-সাইটের ব্যবহার উল্লেখযোগ্য একজন Graphics Designers হিসাবে আপনি ওয়েব-ডিজাইন করে আয় করতে পারেন

v  Smart Phone Design :   বতমান বিশ্বি ডিজাইনিং এর প্রয়োজনিয়তা দিন দিন বাড়ছে সবাধুানিক স্মাটফোনগুলোতে ইউজার ইন্টারফেস ডিজাইনিং ব্যবহারের মাধ্যমে একটি বড় মাকেটপ্লেস সৃষ্টি হয়েছে ডিজাইনিং এ। কম্পিউটার প্রফেশনাল অনেকে কোডিং এর চেয়েডিজাইনিং গুরুত্ব বেশী দিচ্ছেন এর জনপ্রিয়তার জন্য বতমানে ফটোশপ, ইলাস্ট্রেটর, আরো কিছু  সফটওয়্যার দ্বারা Graphics Design শিখা যায়

v  Graphics Design শিখার মাধ্যমে ফ্রিলেন্সিং করে আপনি লাখ লাখ টাকা আয় করতে পারেন
 আমি আপনাদের সুবিধাথে Graphic Designers দের জন্য ফ্রিলেন্সিং করার জন্য কয়েকটা ওয়েব-সাইটের  Link নিচে দিলাম আপনি চাইলে এই সাইটগুলোতে ভিজিট করতে পারেন এবং সাইটগুলোতে যে সব ডিজাইন গুলা আছে সেগুলা দেখে আপনি আপনার কজের গুনগত মান সম্পকে ভালো ধারনা লাভ করতে পারবেন । আপনি  যদি মনে করেন আপনি এই সাইটগুলোতে কাজ করার মতো Qualified তাহলে No-Problem আপনি  আজ-ই একটা   একাউন্ট করে পেলুন যে কোনো একটা সাইটে ।

***Important web-site for freelancing ***

## https://www.upwork.com/

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url